ছিনিয়ে নেয়া উখিয়ার সেই নুরুল হক মেম্বার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ◑

উখিয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে ছিনতাই করা ইয়াবা মামলার আসামী নুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বেলা আড়াই টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার রাতে ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে পুলিশ ওই এলাকা অভিযান চালিয়ে ছিনতাই করা আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

এর আগে শুক্রবার রাতে পালংখালী বাসস্টেশনে পুলিশকে মারধর করে গ্রেপ্তার করা ইয়াবা কারবারি নুরুল হককে ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ কারবারির দল। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

উখিয়া থানার পুলিশ জানায়, পালংখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল হকের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত রাতে পুলিশ তাঁকে পালংখালী বাসস্টেশনের আলমগীর মার্কেটের সামনে পেয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের খবর পেয়ে স্টেশনের অন্য ইয়াবা কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয়।

উখিয়া থানার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম ভুঁইয়া জানান, ইয়াবা কারবারিরা পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরও খবর