অস্ত্র ও সহযোগীসহ আবার গ্রেপ্তার ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা’

চট্টগ্রাম ◑ নগরীর বহদ্দারহাট ও চকবাজার এলাকার ‘চাঁদাবাজ ও সন্ত্রাসী’ কথিত স্বেচ্ছাসেবকলীগ নেতা দুই সহযোগীসহ আবারো গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম মোহাম্মদ কাউছার (৩৯) ও তার দুই সহযোগী হল- আরিফুল ইসলাম প্রকাশ নয়ন (২৬) ও মো. শাহাদাত হোসেন (৩৩)।

নগর গোয়েন্দা পুলিশ আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোরে চান্দগাঁও থানাধীন ওমর আলী মাতব্বর রোডে একটি আস্তানা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি ছুরি ও দুটি কিরিচ উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন জানান, চাঁদাবাজ ও সন্ত্রাসী মোহাম্মদ কাউছারকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি চাপাতি, একটি ছুরি ও দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বছর ২৯ জুলাই চকবাজার থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় চকবাজার থানা পুলিশ ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা’ মোহাম্মদ কাউছারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল।

আরও খবর