চট্টগ্রাম ◑ নগরীর বহদ্দারহাট ও চকবাজার এলাকার ‘চাঁদাবাজ ও সন্ত্রাসী’ কথিত স্বেচ্ছাসেবকলীগ নেতা দুই সহযোগীসহ আবারো গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম মোহাম্মদ কাউছার (৩৯) ও তার দুই সহযোগী হল- আরিফুল ইসলাম প্রকাশ নয়ন (২৬) ও মো. শাহাদাত হোসেন (৩৩)।
নগর গোয়েন্দা পুলিশ আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোরে চান্দগাঁও থানাধীন ওমর আলী মাতব্বর রোডে একটি আস্তানা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি ছুরি ও দুটি কিরিচ উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন জানান, চাঁদাবাজ ও সন্ত্রাসী মোহাম্মদ কাউছারকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি চাপাতি, একটি ছুরি ও দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত বছর ২৯ জুলাই চকবাজার থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় চকবাজার থানা পুলিশ ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা’ মোহাম্মদ কাউছারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-