রামুতে বেপরোয়া শ্যামলীর চাপায় প্রাণ গেল প্রাইভেটকারের তিন যাত্রীর

নিজস্ব প্রতিবেদক ◑
চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা গ্রামীন ব্যাংকের পাশে (মোরাপাড়া) বেপরোয়া শ্যামলী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন যাত্রী।

বুধবার (১ জানুয়ারী) রাত সাড়ে দশটায় এ দূর্ঘটনা ঘটে। হতাহত ৪ জনই প্রাইভেট কারের যাত্রী। বাসের নিচে আটকা পড়া কার থেকে নিহতদের উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস দমকল কর্মীরা। আহত ১ জনকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। অপরদিকে শ্যামলি যাত্রীবাহী বাসটি যাচ্ছিল চট্টগ্রামে।

নিহতরা হচ্ছেন যথাক্রমে চট্টগ্রামের চন্দ্রিকা এলাকার মৃত গোলাম কিবরিয়ার ছেলে মাসুদ কিবরিয়া, বায়েজীদ বোস্তামির আতুরার ডিপুর নুর আহমদ আহমদের পুত্র জানে আলম এবং পাহাড়তলীর মকবুল আহমদ এর পুত্র জামাল আহমদ। আহত ব্যক্তির নাম শীষির দে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর