কক্সবাজারে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

শাহীন মাহমুদ রাসেল ◑

কক্সবাজার সদরের ঝিলংজায় বহুতল ভবনের নির্মাণ কাজ চলাকালীন সময় ছাদ থেকে পড়ে গিয়ে নির্মাণ শ্রমিক মুফিজুর রহমান মুফিজ নিহত হয়েছে।

আজ সকাল ১০ টায় হাজীপাড়া রমজান আলীর ভবনস্থলে এঘটনা ঘটে। নিহত মুফিজ ঝিলংজা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা বলেও বলে জানা গেছে।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, নির্মাণাধীন ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন মুফিজুর রহমান। সকালে ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর