শহিদুল ইসলাম,উখিয়া ◑
কক্সবাজারে উখিয়ার সীমান্ত দিয়ে ইয়াবার চালান আনতে মিয়ানমার যাওয়ার সময় ৩০ লক্ষ বার্মিজ মুদ্রা কিয়াদসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
রবিবার রাতে ঘুমধুম বিজিবির সদস্যরা তাদের আটক করে।
আটককৃত রোহিঙ্গারা হলেন- উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের মো. সেলিম (৩৭), বালুখালী ক্যাম্প-৯ এর বাসিন্দা মো. বাছের (৩৫) ও একই ক্যাম্পের নুরুল আমিন (২০)।
বিজিবি তাদের দেহ তল্লাশি করে ৩০ লক্ষ বার্মিজ কিয়াদ উদ্ধার করেছে। যার মূল্য বাংলাদেশি সমপরিমাণ ১ লক্ষ ৭৫ হাজার টাকা।
এ ব্যাপারে রোহিঙ্গা ক্যাম্প ম্যানেজম্যান্ট কমিটির সেক্রেটারি মো. নুর জানান, তারাও শুনেছেন নগদ মুদ্রাসহ বিজিবির হাতে ৩ জন রোহিঙ্গা আটক হয়েছে।
গভীর রাতে মুদ্রা নিয়ে তারা মিয়ানমারে কেন যাচ্ছিল এমন প্রশ্নের জবাবে ঐ রোহিঙ্গা নেতা জানান- গুটি (ইয়াবা) আনতে যাচ্ছিল হয়তো।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করে পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-