কক্সবাজার থেকে ইয়াবা পাচার: স্বামীর পর গ্রেফতার স্ত্রী

স্বামীর পর ইয়াবা পাচার করতে গিয়ে ধরা পড়লেন স্ত্রী অজিফা বেগম (৩৫)। শনিবার রাতে রেল স্টেশন থেকে স্কুল ব্যাগে ৭ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত ৫ ডিসেম্বর কর্ণফুলী থানা পুলিশের হাতে ইয়াবাসহ ধরা পড়ে তার স্বামী শাহআলম।

গ্রেফতার অজিফা বেগম জানান, কক্সবাজার থেকে পাইকারি দরে কেনা ইয়াবা নিয়ে ট্রেনে তিনি গাজীপুর যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিলেন। চালানটি গাজীপুরের মো. আবীরের (৩৫) কাছে পৌঁছানোর কথা ছিলো।

অজিফা বেগম বগুড়া জেলার সারিয়াকান্দি কুতুবপুর ইউনিয়নের বড়ই কান্দি শাহ পাড়ার বাসিন্দা। বর্তমানে তার বাসা টঙ্গীতে।

কক্সবাজার থেকে ইয়াবা কিনে দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল এ দম্পতি। স্বামী গ্রেফতারের পর এ পেশায় নামেন অজিফা।

আরও খবর