ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হওয়ার পর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলেন শেখ ফজলে নূর তাপস।
রোববার তাপসের মিডিয়া সমন্বয়ক তারেক শিকদার ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কিছুক্ষণ আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা-১০ আসনের এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। জাতীয় সংসদের স্পিকার কাছে নিজে যেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে নূর। তিনি ঢাকা-১০ আসনের এমপি হিসেবে গত তিনটি সংসদে প্রতিনিধিত্ব করছেন। তার বড় ভাই শেখ ফজলে শামস গত ২৩ নভেম্বর যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর দুই সিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-