কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার- ১৩

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৩ জনকে আটক করেছে। গত ২৭ ডিসেম্বর সকাল হতে ২৮ ডিসেম্বর সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই সাইফুল আলম, এসআই মোস্তাক আহমদ, এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই আবু বক্কর ছিদ্দিক, এসআই তীথংকর, এএসআই বাবলু দে সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

কক্সবাজার সদর থানার মামলা নং-০১(১২)২০১৯ ইং ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। আনোয়ার হোসেন, পিতা- মৃত মোঃ ইউনুছ, সাং-দক্ষিণ হাজী পাড়া, ঝিলংজা ইউপি, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর থানার ননএফআইআর নং- ৫০১/১৯ইং ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

২। মোঃ শাহ জাহান, পিতা- মোঃ শামসুল আলম, সাং- মন্ডল পাড়া, থানা- রামু, জেলা- কক্সবাজার বর্তমানে- ঝাউতলা গাড়ীর মাঠ, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর থানার মামলা নং- ১১০/১৯ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৩। নাসির উদ্দিন, পিতা- আবদু রহমান, সাং- উত্তর পাাহাশিয়া খালী, ইসলামাবাদ, থানা ও জেলা-কক্সবাজার।

৪। মোবারক হোসেন, পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- উত্তর পাাহাশিয়া খালী, ইসলামাবাদ, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর থানার মামলা নং- ১০৯/১৯ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৫। মোঃ শাহজাহান, পিতা- মৃত ফজল মিয়া দফাদার, সাং- দক্ষিণ খোদাইবাড়ী, ইসলামাবাদ, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর থানার মামলা নং- ১০৭/১৯ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৬। আবুল কালাম, পিতা- মৃত কাদের হোসেন, সাং- পশ্চিম পানখালী, হ্নীলা, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর থানার মামলা নং- ১০৫/১৯ইং ধারা- ৩৭৯/৪১১ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৭। ডালিয়া বেগম (৩০), স্বামী-মোঃ ইকবাল, পিতা-আব্দুল আলী ভুইয়া,

৮। সুচনা আক্তার রিয়া প্রকাশ রানী (৩৩), স্বামী-মৃত নুরুল আমিন, পিতা-আব্দুস সাত্তার

৯। সোনিয়া খন্দকার (৫০), স্বামী-মিলন সর্দার, পিতা-মৃত আব্দুল মজিদ মিয়া,

১০। নিপা খন্দকার (২৫), পিতা-মিলন সর্দার, মাতা-সোনিয়া খন্দকার

১১। মনোয়ারা বেগম (৪০), স্বামী মোঃ ইকবাল, পিতা-মিয়া চাঁন, মাতা-সুফিয়া বেগম, সর্ব সাং-নয়াপাড়া মোক্তার মিয়ার বাড়ী) নগর ভবন (পাইকপাড়া), থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়নগঞ্জ

কক্সবাজার সদর থানার মামলা নং- ১০৬/১৯ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১২। মোঃ নুরুল আমিন, পিতা- মোঃ নজির আহম্মদ মেীলভী, সাং- বালুকিয়া হারুন মার্কেট ফৈজ্যার বাপের পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

১৩। মোঃ রফিক, পিতা- আব্দু ছালাম, সাং- বালুকিয়া হারুন মার্কেট ফৈজ্যার বাপের পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর