রুমখাঁপালং ইসলামি যুব কল্যাণ পরিষদের মাহফিল ৩০শে ডিসেম্বর

ইমরান আল মাহমুদ ◑


উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের অন্তর্গত রুমখাঁপালং ইসলামী যুব কল্যাণ পরিষদের ৭ম তাফসীরুল কোরআন মাহফিল আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তাফসীর পেশ করবেন সাতক্ষীরার হযরত মাওলানা আবুল হায়াত সাহেব।

বিশেষ বক্তা কক্সবাজার জাতীয় মুফাচ্ছির পরিষদের সহ: সেক্রেটারি হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার সিঃ শিক্ষক মাওলানা শামসুল ইসলাম, রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আলম ও রুমখাঁপালং জামে মসজিদের খতীব মাওলানা দ্বীন মুহাম্মদ নূরী সাহেব।

মাহফিল অনুষ্ঠিত হবে রুমখাঁ মনির মার্কেট স্টেশন চত্বরে।

উক্ত মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াতের আমন্ত্রণ জানান, রুমখাঁপালং ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ নুরুল কবির ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ব্যক্তিবর্গরা।

আরও খবর