কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২৬ ডিসেম্বর সকাল ৮টা হতে ২৭ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —

কক্সবাজার সদর থানার মামলা নং-১০০(১২)২০১৯ ইং ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। কামরুল হাসান, পিতা- হাসান আলী, সাং- মেম্বার কাটা, ১২ নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর থানার ননএফআইআর নং- ১০১/১৯ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

২। মোঃ শহিদ উল্লাহ, পিতা- মৃত বাদশা মিয়া, সাং- পশ্চিম পাড়া, চৌফলদন্ডী, থানা ও জেলা- কক্সবাজার।

৩। নেজাম উদ্দীন, পিতা- আব্দুস সালাম, সাং- সমিতি পাড়া, মোস্তাক পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর থানার ননএফআইআর নং- ১০২/১৯ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৪। শাহানু বেগম, স্বামী- সোলেমান বাদশা, পিতা- মতৃ সৈয়দ আহাম্মদ, সাং- বাজার এলাকা, নুদা কসাইয়ের বাসার ভাড়াটিয়া, থানা ও জেলা-কক্সবাজার।

পরোয়ানা সংক্রান্তে আসামীঃ-

১। মুন্না হাসান, পিতা- নুর বশর, সাং- পশ্চিম লারপাড়া, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।

২। কামরুল হাসান প্রঃ কালু, পিতা- হাসান আলী ফকির, সাং- মধ্যম কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার।

৩। মোজাম্মেল হক, পিতা- মরহুম রহমত উল্লাহ, সাং- রিজার্ভ পাড়া উত্তর নাপিতখালী, ইসলামপুর, থানা ও জেলা- কক্সবাজার।

৪। আলী আহাং, পিতা- মোঃ হোসেন, সাং- ভাদীতলা ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর