কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৮ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২৫ ডিসেম্বর সকাল ৮টা হতে ২৬ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —

কক্সবাজার সদর থানার মামলা নং-৯৮(১২)২০১৯ ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। মোঃ আয়াছুর রহমান, পিতা- মৃত ছালেহ আহাম্মদ, সাং- খুরুলিয়া, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর থানার ননএফআইআর নং- ৫০০/১৯ইং ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

২। মোঃ সাদেক, পিতা- মৃত সামশু উদ্দিন, সাং- সিতারামপুর, নবীনগর, জেলা- বি-বাড়িয়া, বর্তমান- পূর্ব লারপাড়া, বাসস্টেশন ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর থানার ননএফআইআর নং- ৫০০/১৯ইং ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৩। হাবিবুল্লা(২৬), পিতা- ইমাম হোসেন, মাতা হোসনে নেছারসাং- দক্ষিণ রুমালিয়ার ছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৪। আল আমিন(২১), পিতা- মৃত রহমত উল্লাহ, মাতা- মর্জিনা আক্তার, সাং- উত্তর কাজী পাড়া, ১৫ নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর থানার মামলা নং-৯৭(১২)২০১৯ ইং ধারা- ৪৫৭/৩৮০/৪১১ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৫। আমির মোঃ তুষার, পিতা- আমির হোসেন, সাং- মধ্যম নাপিতখালী, ইসলামপুর, থানা ও জেলা-কক্সবাজার।

৬। জাহিদ হোসেন, পিতা- জমির হোসেন, সাং- নাপিতখালী, ইসলামপুর, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-১০০(১২)২০১৯ ইং ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৭। মোঃ শফি উল্লাহ (১৯), পিতা- বাচা মিয়া, মাতা- নুরুন্নেছা স্থায়ী : (মধ্যম কলাতলী,(পারভেজের বাড়ির সামনে উপজেলা/থানা- কক্সবাজার সদর, কক্সবাজার, বাংলাদেশ

৮। জাকির হোসেন (২০), পিতা- আঃ মোতালেব, মাতা- নুর জাহান স্থায়ী : মধ্যম কলাতলী,হাসান আলীর বাড়ির পিছনে, উপজেলা/থানা- কক্সবাজার সদর, কক্সবাজার,

৯। মোঃ মোবারক (১৯), পিতা- মৃত নুর আহাম্মদ , মাতা- ছালেহা বেগম স্থায়ী : পূর্ব হামজার ডেইল,খুরশকুল ইউপি, উপজেলা/থানা- কক্সবাজার সদর, কক্সবাজার

১০। মোঃ ইয়াছিন আরাফাত (১৯), পিতা- নুর আলম, মাতা- ফাতেমা বেগম স্থায়ী : টেকপাড়া, মসজিদ রোড়,০১নং ওয়ার্ড , উপজেলা/থানা- কক্সবাজার সদর, কক্সবাজার,

১১। মোঃ মুন্না (২১), পিতা- মোঃ এনাম, মাতা- হামিদা বেগম স্থায়ী : ধইল্যাছড়ি মেম্বারের ঘাটা,কলাতলী, উপজেলা/থানা- কক্সবাজার সদর, কক্সবাজার, বাংলাদেশ

১২। মোঃ সোহেল প্রঃ সাদ্দাম (২৩), পিতা- মোঃ নুর বশর প্রঃ বাদশা, মাতা- ফাতেমা বেগম স্থায়ী : পুরান বাজার,মাতারবাড়ি, উপজেলা/থানা- মহেষখালী, কক্সবাজার, বাংলাদেশ বর্তমান : (মেম্বারের ঘাটা,জাহাঙ্গীর মাষ্টারের কটেজ,রহিমের ভাড়া বাসা,কলাতলী, উপজেলা/থানা- কক্সবাজার সদর, কক্সবাজার, বাংলাদেশ

পরোয়ানা সংক্রান্তে আসামীঃ-

১। বাহারুল আলম, পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- উত্তর কলাতলী চর পাড়া, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।

২। আনছার উল্লাহ, পিতা- মনিউল হক প্রঃ মাদু, সাং- সওদাগর পাড়া, ভারুয়াখালী, থানা ও জেলা- কক্সবাজার।

৩। সাহেদ হোসেন মুন্না, পিতা- সাহাব উদ্দিন, সাং- কাউয়ার পাড়া, খুরুশকুল, খোনার পাড়া, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার।

৪। মোজাফফর আহমদ, পিতা- মৃত উজির আলী সওদাগর, সাং- নাপিতখালী, ইসলামপুর, থানা ও জেলা- কক্সবাজার।

৫। মোঃ ইসলাম, পিতা- আশরাফ আলী, সাং- অড়লতলী, থানা ও জেলা- কক্সবাজার।

৬। মোঃ রমজান আলী, পিতা- আশরাফ আলী, সাং- অড়লতলী, থানা ও জেলা- কক্সবাজার।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর