আতিকুর রহমান মানিক ◑
উখিয়া উপজেলার পালংখালীতে কাঁটাতারের বেড়ার বাইরে থেকে যাচ্ছে রোহিঙ্গাদের একটি মক্তব। এতে এলাকার আইনশৃংখলা পরিস্হিতি অবনতিসহ রোহিঙ্গারা সারাদেশে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, পালংখালী ইউনিয়নের হাকিম পাড়ায় ১৪ নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড়ের খাঁজে একটি মক্তব ও হাফেজখানা গড়ে তোলে আশ্রিত রোহিঙ্গারা। রোহিঙ্গা মৌলভীদের তত্ত্বাবধানে উক্ত হাফেজখানায় অর্ধশত রোহিঙ্গা ছাত্র রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও এবং আইএনজিওদের থেকে নিয়মিত রেশন এবং পণ্যসামগ্রীও পাচ্ছে তারা।
রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ যাতায়াত ও ছড়িয়ে পড়া নিয়ন্ত্রন করতে সম্প্রতি ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করার উদ্যোগ নেয় সরকার। সে মোতাবেক কাঁটাতারের বেড়া নির্মানের কাজও শুরু হয়েছে।
কিন্তু স্হানীয়রা জানান, উপরোক্ত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মক্তব ও হেফজখানাটি কাঁটাতারের বেড়ার বাইরে রয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। আর এতে রোহিঙ্গারা সারাদেশে ছড়িয়ে পড়াসহ আইনশৃঙ্খলা পরিস্হিতি অবনতির আশংকা দেখা দিয়েছে।
এলাকার জনগন আরো জানান, উক্ত মক্তবে অবস্হানরত রোহিঙ্গা মৌলবীদের সাথে ইতোপূর্বে স্হানীয়দের একাধিকবার কথাকাটাটি হয়েছে। উক্ত রোহিঙ্গা মক্তব কাঁটাতারের বেড়ার বাইরে থাকায় এলাকায় অস্বস্তি বিরাজ করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-