ডেস্ক রিপোর্ট ◑ গাইবান্ধার সদর উপজেলার কুপতলা এলাকার একই পরিবারের নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় কুপতলা ইস্কুলের বাজার থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কুপতলা ইস্কুলের বাজার এলাকার একই পরিবারের দুই ভাই আকরামুল ইসলাম মন্জু ও রিয়াদ আহমেদ এবং তাদের স্ত্রী কল্পনা বেগম ও লিপি বেগম। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।
গাইবান্ধা গোয়েন্দা (ডিবি) পুলিশ শাখার এসআই সফিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়িতে তল্লাশি করে ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-