দীপক শর্মা দীপু ◑ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষন আর অসহযোগ আন্দোলনে সাড়া দিয়ে স্বাধীনতার যুদ্ধে এদেশের মানুষ দেশকে মুক্ত করার জন্য নানাভাবে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ান। দেশকে শক্রমুক্ত করতে যার যার অবস্থান থেকে সবাই শক্রর বিরুদ্ধে অবস্থান নেন। প্রাণের দাবি প্রানপণ প্রচেষ্টায় সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেন। কিন্তু এর মধ্যে কিছু দেশের মানুষ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেন। দেশের মানুষ হয়ে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। মুক্তিপাগল মানুষকে হত্যা করতে পাক হানাদারকে নানাভাবে সহযোগিতা করে। তারা হচ্ছে রাজাকার বাহিনী। তাদের কারনে দেশকে শক্রমুক্ত করতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সারাদেশে রাজাকাররা অত্যাচার চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে।
কক্সবাজারের রাজাকারদের চিহ্নিত করতে এবং নতুন প্রজন্মদের কাছে সঠিক তথ্য উপস্থাপন করার পাশাপাশি ঘৃণা উদ্রেককারি নিন্দিত ভূমিকার জন্য রাজাকারদের ব্যাপারে জনমানসের বিরুপ ধারনার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ২০১৪ সালে প্রকাশিত বিজয় স্মারকে রাজাকারদের নাম তালিকা প্রকাশ করা হয়। এ.এস. এম. সামছুল আরেফিনের লেখায় এই বিজয় স্মারকে বলা হয়, বিভিন্ন পর্যায়ে সরকারি দলিল পত্রাদির সহযোগিতায় রাজাকারের তালিকা প্রস্তুত করা হয়। স্থানীয় জেলা কর্তৃপক্ষ এবং সরকারের বিভিন্ন দপ্তরে রক্ষিত নথিপত্র যাচাই করা হয়। বৃহত্তর চট্টগ্রাম জেলার রাজাকারের একটি তালিকা তৈরি করা হয়। এখানে শুধু কক্সবাজার জেলার তালিকা দেয়া হয়েছে। এই তালিকায় রাজাকারদের পরিচিতি দেয়া হয়েছে। কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের প্রবল প্রতিপক্ষ হিসেবে শুধু রাজাকার নয়, পাকিস্থান বাহিনীর সহযোগিতাকারি, রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ, আলবদর, আল-সামস, মুজাহিদসহ আরো অনেকে সক্রিয় ছিলো। কিন্তু তালিকার সুবিধার্থে ঐ সকল ব্যক্তিকে ভাগ করে বিভিন্ন দলিলে যাদের সুষ্পষ্টভাবে রাজাকার বলে উল্লেখ করা হয়েছে। রাজাকার বাহিনীতে যারা অন্তর্ভুক্ত ছিলেন তারা একটি সরকারি প্রক্রিয়ায় রিক্রুট হয়েছিলেন, তারা একটি নিয়মিত বাহিনীর সদস্য ছিলেন এবং তারা একটি শপথ নামায় স্বাক্ষর করে ও স্বল্পকালীন একটি প্রশিক্ষণ সমাপ্ত কর্ইে কাজে নিযুক্ত হয়েছিলেন।
এই তালিকায় কক্সবাজার জেলার তৎকালীন ৭ উপজেলায় রাজাকারের সংখ্যা ৭১০ জন। তালিকাভুক্ত সব রাজাকারদের ঠিকানা দেয়া দেয়া রয়েছে তৎকালীন সময়ের ঠিকানা অনুযায়ী।
প্রথম দিন ছাপানো হয়েছিল রামু উপজেলার ১৩৭ জন রাজাকারের তালিকা। দ্বিতীয় দিন কক্সবাজার সদর উপজেলার ১৫৬ জন রাজাকার ছাপা হয়। তৃতীয় দিন প্রকাশ করা হয় উখিয়া উপজেলার ১৩৫ জন রাজারকারের তালিকা। এবার দেয়া হল কুতুবদিয়া উপজেলার ১৩০ জন রাজাকারের তালিকা। ক্রমান্বয়ে পরবর্তিতে বাকি ৩ উপজেলার রাজাকারদের তালিকা দেয়া হবে।
কুতুবদিয়া উপজেলার ১৩০ জন রাজাকার: (তৎকালিন ঠিকানা)
মাহাবুব আলম, পিতা-আব্দুল নবী সিকদার, দক্ষিণ ধুরং। হাবিব উল্লা, পিতা-মীর মাহাবুব উল্লা, দক্ষিণ ধুরং। জালাল আহাম্মেদ, পিতা-আজগার আলী, দক্ষিণ ধুরং। ফারুক আহাম্মেদ, পিতা-হাবিব উল্লাহ, দক্ষিণ ধুরং। নুরুল ইসলাম, পিতা-মতিউর রহমান, দক্ষিণ ধুরং। ইদ্রিস, পিতা-আব্দুল গণি, দক্ষিণ ধুরং। রুহুল কুদ্দুস, পিতা-হাবিবুর রহমান, দক্ষিণ ধুরং। আজিজুর রহমান, পিতা-নাজুমুদ্দিন, দক্ষিণ ধুরং। কলিমউল্লাহ, পিতা-বাহার উল্লাহ, কৈয়ার বিল। কামাল পাশা, পিতা-সুলাইমান সিকদার, কৈয়ার বিল। সামছুল আলম, পিতা-আজিজুর রহমান, কৈয়ার বিল। কামাল উদ্দিন, পিতা-সাউচি মিয়া, কৈয়ার বিল। আবুল হাসেম, পিতা-সুলতান আহাম্মেদ, কৈয়ার বিল। আবু মুসা, পিতা-শফিকুর রহমান, কৈয়ার বিল। লোকমান, পিতা-আব্দুর রশিদ, কৈয়ার বিল। নাজির আহাম্মেদ, পিতা-আব্দুর রশিদ, লেমশাখালী। মীর আবুল হোসেন, পিতা-আব্দুল নবী সিকদার, বড়ঘোপ। নুর সাইদ, পিতা-মৃত নাসারত আলী, বড়ঘোপ। উল্লা মিয়া, পিতা-নুর কাদের, বড়ঘোপ। জাকের আহাম্মেদ, পিতা-মৃত নুর কাদের, বড়ঘোপ। মারফত আলী, পিতা-মৃত নোয়াব মিয়া, বড়ঘোপ। উল্লা মিয়া, পিতা-মৃত সাউচি মিয়া, বড়ঘোপ। শাহ আলম, পিতা-মৃত আব্দুল কাদের, বড়ঘোপ। জাকের উল্লা, পিতা-আব্দুর রহমান, বড়ঘোপ। হাফিজ মোঃ ওসামান গনি নরী, পিতা-মীর মুফজাল আহাম্মেদ, বড়ঘোপ। গোলাম কুদ্দুস, পিতা-মীর মোঃ তায়েব, বড় আলী আকবার ডেইল। হাফিজ শাহাদত কবির, পিতা-মীর মোঃ তায়েব, বড় আলী আকবার ডেইল। আব্দুর রাজ্জাক, পিতা-ইয়াকুব আলী, বড় আলী আকবর ডেইল। নুরুল আলম, পিতা-হোসেন, বড় আলী আকবার ডেইল। সৈয়দ আহাম্মেদ, পিতা-ইউছুফ আলী, বড়ঘোপ। বশির আহাম্মেদ, পিতা-আব্দুর রশিদ, এনধুরং। আব্দুল জলিল, পিতা-সাহাব মিয়া, এন ধুরং। মোহাম্মদ শফি, নাসারত আলী, এন ধুরং। মোক্তার আহাম্মেদ, পিতা-গোরা মিয়া, এন ধুরং। নুরুল আলম, পিতা-সাইদুউল্লাহ, এন ধুরং। নুরুল আমিন, পিতা-সাইদ আহাম্মেদ, এন ধুরং। জাফর আহাম্মেদ, পিতা-গোলাম সোবহান, এন ধুরং। আবু নাসের, পিতা-মুজিবুল হক, এন ধুরং। করিম আহাম্মেদ, পিতা-নাজির আহাম্মেদ, এন ধুরং। মোক্তার আহাম্মেদ, পিতা-আসারত আলী, এন ধুরং। নুরুল হুদা, পিতা-সাদেক আলী, এন ধুরং। মোহাম্মদ হোসেন, পিতা-রফিক আহাম্মেদ, এন ধুরং। গোলাম রহমান, পিতা-সাইদ আহাম্মেদ, এন ধুরুং। মোঃ শামসুল আলম, পিতা-তালেব উল্লাহ, এন ধুরং। ওহিদ উল্লা, পিতা-ফজলুর রাব্বি, দক্ষিণ ধুরং। ফয়েজ আহাম্মেদ, পিতা-সিদ্দিক আহাম্মেদ, দক্ষিণ ধুরং। সাইফুর রহমান, পিতা-মোকলেসুর রহমান, দক্ষিণ ধুরং। নুর আহাম্মেদ, পিতা-মীর সাইদ উল্লাহ, দক্ষিণ ধুরং। মাহবুবুল হক, পিতা-মৌঃ সিরাজুল মোস্তাফা। নুরুল মোস্তাফা, পিতা-মীর মাহমুদুর রাব্বী, দক্ষিণ ধুরং। বদরুদ্দোজা, পিতা-আব্দুর রশিদ, দক্ষিণ ধুরং। মোজাফ্ফর আহাম্মেদ, পিতা-মাষ্টার সিদ্দিক আহাম্মেদ, দক্ষিণ ধুরং। মৌঃ আনোয়ার শাহ, পিতা-হাসমত আলী, দক্ষিণ ধুরং। হাবিব উল্লাহ, পিতা-নুর আহাম্মেদ, দক্ষিণ ধুরং। জামির উদ্দিন, পিতা-আব্দুল মোতালেব, দক্ষিণ ধুরং। হাবিবুর রহমান, পিতা-আজিজুর রহমান, দক্ষিণ ধুরং। আবুল হোসেন, পিতা-আব্দুল খালেক, দক্ষিণ ধুরং। হেলাল উদ্দিন, পিতা-মোঃ কালু, দক্ষিণ ধুরং।
আব্দুল মালেক, পিতা-মনিরুজ্জামান, দক্ষিণ ধুরং। দলিলুর রহমান, পিতা-আশরাফ আলী, কৈয়ার বিল। নাজির আহাম্মেদ, পিতা-আলা উদ্দিন, কৈয়ার বিল। সদর আমিন, পিতা-লাল মিয়া, কৈয়ার বিল। আব্দুল গণি, পিতা-খূল্ল্যা মিয়া, কৈয়ার বিল। মোঃ নুরুজ্জামান, পিতা-মুন্সি মিয়া, কৈয়ার বিল। সাইদ নুর, পিতা-আব্দুল হক, কৈয়ার বিল। নুরুস সাফা, পিতা-এলাহাদেদ, কৈয়ার বিল। ফজর আহাম্মেদ, পিতা-ওয়াজির আলী, কৈয়ার বিল। আনিসুল মোস্তাফা, পিতা-বাচা মিয়া সিকদার, কৈয়ার বিল। হাসেন আলী, পিতা-আব্দুস সাত্তার, এল খালী। বদিউল আলম, পিতা-হাজী আব্দুল গফুর, এল খালী। মোজাম্মেল হক, পিতা-হাজী আব্দুল কুদ্দুস, এল খালী। আবু সাইদ, পিতা-এইচ বি উল্লাহ, এল খালী। আব্দুর রহমান, পিতা-আবু সাইদ, এল খালী। মৌঃ আবুল কালাম, পিতা-ডি রহমান, মরায়া। আবুল হোসেন, পিতা-নুর াহাম্মেদ মিয়াজি, বড়ঘোপ। আব্দুল মালেক, পিতা-সুলতান আহাম্মেদ, বড়ঘোপ। মোহাম্মদ আমীর, পিতা-সিদ্দিক আহাম্মেদ, বড়ঘোপ। জাফর আহাম্মেদ, পিতা-মৃত ফকির আহাম্মেদ, বড়ঘোপ। মোহাম্মদ হোসেন, পিতা-সুলতান আহাম্মেদ, বড়ঘোপ। আব্দুল মালেক, পিতা-খুল্ল্যা মিয়া, বড়ঘোপ। আব্দর রহিম, পিতা-আশরাফ আলী, বড়ঘোপ। নুরুল আলম, পিতা-আব্দুল কাদের, বড়ঘোপ। হাবিবুর রহমান, পিতা-ওয়াকিল আহাম্মেদ, বড়ঘোপ। গোলাম বারী, পিতা-আব্দুল গণি, বড়ঘোপ। আব্দুর রশিদ, পিতা-নুর আহাম্মেদ মিয়াজি, আলী আকরব ডেইল। আবু সাইদ, পিতা-হাজী সুলতান আহাম্মেদ, বড়ঘোপ। মুহাম্মদ হোসেন, পিতা-মৌঃ এফ করিম, বড়ঘোপ। আবুল কাশেম, পিতা-মুন্সি মিয়া, বড়ঘোপ। মজিবুল হক, পিতা-হাজী এমদাদুল হক, বড়ঘোপ। আজিজুল হক, পিতা-গোলাম কাদের, বড়ঘোপ। আব্দুল মোন্নাফ, পিতা-ইজ্জত আলী, বড়ঘোপ। নুরুল ইসলাম, পিতা-সুলতান আহাম্মেদ, বড়ঘোপ। মোহাম্মদ মুসা, পিতা-হাজী নাজির আহাম্মেদ, বড়ঘোপ। আবু তাহের, পিতা-ফজল করিম, বড়ঘোপ। সিরাজুল ইসলাম, পিতা-শফিকুর রহমান, বড়ঘোপ। আব্দুর রশিদ, পিতা-জালাল উদ্দিন আহাম্মেদ, বড়ঘোপ। জাফর আহাম্মেদ, পিতা-আলহাজ¦ জালাল উদ্দিন, বড়ঘোপ। বদিউল আলম, পিতা-জাফর আলম, বড়ঘোপ। আহাম্মেদুর রহমান, পিতা-হাজী বাচা মিয়া, বড়ঘোপ। ফরিদ আলম, পিতা-দলিলুর রহমান, বড়ঘোপ। মৌ: শামসুল ইসলাম, পিতা-এজাহার মিয়া, বড়ঘোপ। আলতাফ হোসেন, পিতা-নুরুজ্জামান, বড়ঘোপ। মফিজুল আলম, পিতা-বদিউল আলম, বড়ঘোপ। শামসুল ইসলাম, পিতা-মৌ: ফজল করিম, বড়ঘোপ। নাজির আহাম্মেদ, পিতা- গোলাম সুলতান, বড়ঘোপ। শফিকুল আলম, পিতা-ফজলুর রহমান, বড়ঘোপ। ওবাইদুল হক, পিতা-গোলাম বারী, বড়ঘোপ। আবদুস সবুর, পিতা-মোঃ ইসাহক, বড়ঘোপ। আব্দুল মোন্নাফ, পিতা-নুর আহাম্মেদ, বড়ঘোপ। আবুল হোসেন, পিতা-সুলতান আহাম্মেদ, বড়ঘোপ। নুরুল আলম, পিতা-কলিমদাদ, বড়ঘোপ।
আব্দুল খালেক, পিতা-আবদুল্লাহ মিয়াজি, বড়ঘোপ। মোস্তাফিজুর রহমান, পিতা-শাহ শরীফ, আলী আকবার ডেইল। সাইদ আলম, পিতা-নুর মোহাম্মদ, বড়ঘোপ। মৌ: ওয়াকিল আহাম্মেদ, পিতা-আব্দুল হাকিম, আলী আকবার ডেইল। জাবের আহাম্মেদ, পিতা- গোলাম বারী, আলী আকবার ডেইল। মাহবুবুল হক, পিতা-নুরুল হুদা, মিয়াজী, আলী আকবার ডেইল। নুরুল আলম, ইসলাম নবী সিকদার, আলী আকবার ডেইল। মোহাম্মদ সৈয়দ, পিতা- ফারুক আহমেদ, আলী আকবার ডেইল। আবুল কালাম, পিতা-নুর আহাম্মেদ সিকদার, আলী আকবার ডেইল। নুরুল আলম, পিতা-আবুল ফজল সিকদার, আলী আকবার ডেইল। গোলাম কিবরিয়া, পিতা-হাজী জামাল উদ্দিন, আলী আকবার ডেইল। আবদুস সালাম, পিতা-নুর আহাম্দে, আলী আকবার ডেইল। আবদুস শুকুর, পিতা-ওসি মিয়া, আলী আকবার ডেইল। মৌ: আব্দুল মোতালেব, পিতা-আব্দুল গণি, আলী আকবার ডেইল। মৌ: কেফায়েত উল্লাহ, পিতা-হাফেজ আব্দুল হালিম, আলী আকবার ডেইল। সিরাজ মিয়া, পিতা-নুরুজ্জামান, আলী আকবার ডেইল। আবু সিদ্দিক, পিতা-আমির হামজা, আলী আকবার ডেইল। তাজু মিয়া, পিতা-আব্দুল হাকিম, বড়ঘোপ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-