ডেস্ক রিপোর্ট ◑ রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-২)। এ সময় তাদের কাছ থেকে ইলিশ মাছের বাক্সভর্তি ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে তাদের আটক করা হয়। র্যাব-২-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মাদক কারবারিরা হলো—আবেদ হোসাইন (৩৬), মিজান (২৯), বাপ্পী (৩৫) ও শাহেদ (৩৫)।
পুলিশ সুপার বলেন, ‘কক্সবাজার থেকে ইলিশ মাছের বাক্সে করে ইয়াবা ট্যাবলেট ঢাকায় নিয়ে আসছিল মাদক কারবারিরা। সেই মাছের বাক্স তল্লাশি করেই ১১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’
এর আগেও তারা ইয়াবা ঢাকায় নিয়ে এসেছিল জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, ‘এবার ইলিশ মাছের বাক্সে অভিনব পন্থায় ইয়াবা বহন করে তারা।’ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-