কক্সবাজার বিলকিস মার্কেটে র‌্যাবের অভিযানে ২৩টি অবৈধ মোবাইলসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজার শহরের লাল দিঘিরপাড় বিলকিস মার্কেট হতে অবৈধভাবে আমদানীকৃত ২৩টি মোবাইলসহ ৬জন ব্যবসায়ী’কে আটক করেছে কক্সবাজারস্থ র‌্যাব-১৫।

শুক্রবার এক মেইল বার্তায় র‌্যাব-১৫ জানায়, ১৯ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কক্সবাজারশহরের থানাধীন লাল দিঘীর পাড় এলাকার বিলকিস মার্কেট এর ভিতর কতিপয় লোক অবৈধ আমদানীকৃত মোবাইল ফোন এর ব্যবসার সাথে জড়িত।

উক্ত সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৪টায় র‌্যাব-১৫’র একটি দল বিলকিস মার্কেটে অভিযান পরিচালনা করে লোহাগাড়ার বড় হাতিয়া ৭নং ওয়ার্ড এর মৃত শামছুল ইসলামের পুত্র মোঃ নাছির উদ্দিন (৪১),খুরুলিয়ার পূব ঘৃমখালীর মৃত ফেরদৌস আহম্মদ এর পুত্র মোঃ সোহেল (২২) একই এলাকার ৩। মোঃ আব্দুল্লাহ(৩১),লোহাগাড়ার আদু নগরের মেহের আলী সিকদার পাড়ার আবুল হাশেম এর পুত্র মোঃ নুর ইসলাম (২৬), লোহাগাড়া ভবানীপুর বড় হাতিয়ার মৃত জাফর আহম্মদ এর পুত্র মোক্তার আহম্মেদ (৪৮), একই এলাকার মৃত আবুল খায়ের এর পুত্র মোঃ নওশা মিয়া (৫১) আটক করা হয়। এসময় একই এলাকার মোঃ মতিউর রহমান এর পুত্র নুরুল হুদা (২৬) একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আসামীদের মালিকানাধীন দোকান হতে অবৈধভাবে আমদানিকৃত লাইসেন্স বিহীন নকল মোবাইল ফোন ১৭টি ও ১৩টি স্মার্ট ওয়াচ ও ব্যক্তিগত ব্যবহৃত ৬টি মোবাইল উদ্ধার করা হয়। যার মুল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা।

র্যাব-১৫ আরও জানায়,গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর-মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামী’কে গ্রেফতারের চেষ্ঠা অব্যহত রয়েছে।

আরও খবর