পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ◑
কক্সবাজারের পেকুয়ায় মেজবানে যাওয়ার জন্য বের হয়ে বাড়িতে লাশ হয়ে ফিরলেন নুরজাহান(৮৫) নামের এক বৃদ্ধা।
শুক্রবার সকাল ১০টার দিকে হরিণাপাড়া রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল ধাক্কায় নিহত হন।
নিহত বৃদ্ধা সদর ইউনিয়নের হরিণাপাড়ি এলাকার আবদু্ল কাদেরের স্ত্রী।
নুরজাহানের ছেলে মোহাম্মদ রেজাউল করিম বলেন, সকালে মাকে নিয়ে বারবাকিয়াস্থ মায়ের পিতার বাড়িতে যাচ্ছিলাম। ওখানে মেজবান খাওয়ার পর রাতে মাহফিল শুনার কথা ছিল মায়ের। আমার সাথে মা হরিণাপাড়ি রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় চৌমহুনীর দিক থেকে আসা একটি দ্রুত গতির মটরসাইকেল রাস্তার মধ্যখানে মাকে ধাক্কা দিয়ে মাটিতে পেলে দেন। গুরুতর আহত অবস্থায় পেকুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করে। গাড়িটি স্থানীয়রা আটক করে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কাইছার বলেন, দূর্ঘটনার স্থানটি খুব মারাত্বক। কিছুদিন আগেও ১জন লোক দূর্ঘটনায় নিহত হয়েছে। আজ নুরজাহান বেগম নিহত হলেন। ওখানে একটা গতিরোধক বসানো খুব দরকার। ইউএনও এর কাছে আবেদন জানাচ্ছি দ্রুত গতিরোধক বসানো হউক।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, পুলিশ পাঠানো হয়েছে। পরিবার যদি আইনগত ব্যবস্থা নিতে চাই সহযোগিতা করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-