আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ◑
নিখোঁজ হওয়ার প্রায় ১৩ দিন পর পর কক্সবাজার সদর হাসপাতালে মর্গে কলিম উল্লাহ লাদেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীর লাশের সন্ধান মিলেছে। তার শরীরে দুইটি গুলির চিহ্নও রয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে লাশটি কে বা কারা মর্গে ফেলে পালিয়ে গেলেও পরে তার পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।
নিহত কলিম উল্লাহ লাদেন উখিয়ার থাইংখালী রহমতের বিল এলাকার বদরুদ্দৌজার ছেলে।
তবে নিহতের পরিবারের দাবি, গত ১৩ দিন পূর্বে থাইংখালী বাজার এলাকা থেকে অপরিচিত ৭-৮ জনের একটি দল তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে কলিম আর বাড়ি ফিরেনি। তারপর গত রাতে মর্গে তার লাশ মিলেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-