ডেস্ক রিপোর্ট ◑ সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী ছাত্রদলের কক্সবাজার জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন রিপন ও সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের পদ স্থগিত এবং দলীয় পদ পদবী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এছাড়াও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক কেন চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আগামী ১৯ ডিসেম্বর থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ ২৬ ডিসেম্বরের মধ্যে দলীয় কার্যালয়ে এসে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বুধবার (১৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-