‘প্রতিভা অন্বেষণ বৃত্তি পরীক্ষা’১৯ এর ফলাফল প্রকাশ

কক্সবাজার জার্নাল ডটকম ◑

ইকরা কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের ধারাবাহিক আয়োজন “প্রতিভা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০১৯” আজ সফলভাবে সমাপ্ত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিঠির সভাপতি ও টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র জনাব আবদুল্লাহ মনির এবং স্কুলের অধ্যক্ষ জনাব ফরহাদুজ্জামানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও টেকনাফ সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব অধ্যাপক নুরুল ইসলামের পরিচালনায় প্রধান নিরীক্ষকের দায়িত্বে ছিলেন টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এইচ এম কামাল।

৩য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত টেকনাফ উপজেলার বিভিন্ন স্কুল থেকে ১১৭জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

আজ সকাল সাড়ে দশটায় আরম্ভ হওয়া দুই ঘন্টা ব্যাপী এই পরীক্ষা সাড়ে বারোটায় শেষ হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মুঃ এমদাদ হোসেন এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আশীষ বোস আজকের এই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ৬ষ্ঠ শ্রেণির জন্যও এই ধরনের বৃত্তি চালু করার পরামর্শ দেন। বাংলা, অংক,ইংরেজি ও সাঃ জ্ঞান বিষয়ে ১০০ নাম্বারের নৈব্যত্তিকের উপর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

হল পরিদর্শক এবং নিরীক্ষকের ভূমিকায় থাকা লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুর আহম্মদ, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রিদুয়ান, রেজু মগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সিরাজুল হক এবং প্রধান নিরীক্ষক জনাব এইচ এম কামালের অক্লান্ত পরিশ্রমে সন্ধ্যায় এই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

  • ফলাফলে হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের ইয়াছির আরাফাত জিহাদ ১ম ট্যালেন্টপুল
  • নিলয় ধর ২য় ট্যালেন্টপুল
  • নাহিয়ান গালিব ৩য় ট্যালেন্টপুল
  • সাধারণ গ্রেডেও হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের মহুয়া জাফর নিহা এবং জান্নাতুল নিলিমা
  • কানজর পাড়া মডেল একাডেমীর রানভীর সেলিম রোবন, শাহারিয়া নাজিম সিফাত।
  • টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আকলিমা আকতার, সাদিয়া আকতার।
  • ইডেন কিন্ডারগার্ডেন স্কুলের সাহেল সুলতান, ইকরা কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রেম চৌধুরী মিথুল।
  • সাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুসরাত জামান জেনিয়া।
  • আলীর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাহেদ মনজুর বৃত্তি লাভ করেছে।

সকলের সার্বিক সহযোগীতায় প্রতি বছরের ন্যায় এই বছরও সফলভাবে “প্রতিভা অন্বেষণ বৃত্তি পরীক্ষা” শেষ করতে পারায় স্কুল পরিচালনা কমিঠির সভাপতি জনাব আবদুল্লাহ মনির এবং স্কুলের অধ্যক্ষ জনাব ফরহাদুজ্জামান শুকুরিয়া জ্ঞাপন করেছন এবং ভবিষ্যতে সকলের সহযোগীতায় এই প্রতিভা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর