ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রোহিঙ্গা

চট্টগ্রাম ◑ নগরীতে পৃথক অভিযানে ৩ ‘রোহিঙ্গা মাদক ব্যবসায়ী’কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ কোতায়ালীর ফিরিঙ্গি বাজার, সিনেমা প্যালেস ও বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল গাফফার (৫৫), নজিবুল্লাহ (১৮) ও আব্দুর শুক্কুর (২০)। তাদের কাছ থেকে ২ হাজার সাড়ে ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, আজ দুপুরে মেট্রো উপ-অঞ্চলের কোতোয়ালী সার্কেল অভিযান চালিয়ে ফিরিঙ্গি বাজার এলাকা থেকে আব্দুল গাফফারকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া বাকলিয়া মেরিনার্স রোড এলাকা থেকে নজিবুল্লাহকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, পৃথক অভিযানে সিনেমা প্যালেস এলাকা থেকে আব্দুর শুক্কুর নামের অপর একজনকে সাড়ে ৭শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

আরও খবর