সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত কেজি প্রতি ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। ৯ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টার দিকে শহরের লালদীঘী সংলগ্ন পাবলিক লাইব্রেরী শহীদ দৌলত মাঠে টিসিবির ভ্রাম্যমান দোকানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, পেঁয়াজের সমস্যা দূর করার জন্য টিসিবির মাধ্যমে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৪৫ টাকা করে প্রচুর মানুষ পেঁয়াজ ক্রয় করছে। তিনি আরও বলেন, পেঁয়াজ বিক্রয়ে যাতে কোন রকম ঝামেলা না হয় সেজন্য প্রশাসন কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, এনডিসি জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা মো. শাজাহান, টিসিবির ডিলার মো. কাদের প্রমূখ।
সোমবার শহরের শহীদ দৌলত মাঠে টিসিবি নির্ধারিত ৪৫ টাক কেজি দরে প্রায় ৫টন পেঁয়াজ বিক্রি করে টিসিবির একটি মাত্র ডিলার মের্সাস কাদের এন্টারপ্রাইজ। তবে এই দিন টিসিবির অন্যান্য ডিলার পেঁয়াজ বিক্রি না করায় তাদের ডিলারশীপ বাতিলের জন্য প্রশাসন থেকে চিঠি দেয়া হয়েয়ে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-