গত এক মাসে র‍্যাবের অভিযানে.....

কিছুতেই বন্ধ হচ্ছেনা ইয়াবা পাচার: টেকনাফে ৯ কোটি টাকার মাদক উদ্ধার,৬ কারবারী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑


কিছুতেই বন্ধ হচ্ছেনা মিয়ানমার থেকে আসা মরন নেশা ইয়াবা পাচার। এই মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ সরকারের আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা যতই কঠোর হচ্ছে, মাদক পাচারে জড়িত অপরাধীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করে তাদের অপকর্ম অব্যাহত রেখেছে।

এদিকে টেকনাফ সীমান্ত পথ ব্যবহার করে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদক পাচার প্রতিরোধ করার জন্য র‍্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বরত সদস্যরা পালন করে যাচ্ছে কঠোর ভুমিকা।

সেই ধারাবাহিকতায় অত্র উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত এক মাসের‍ ব্যবধানে বিপুল পরিমান ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ শাখার দায়িত্বরত কোম্পানী কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহাতাব জানান, গত নভেম্বর মাসে টেকনাফের বিভিন্ন এলাকায় র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৯ কোটি,৪৫ লক্ষ,৭৫ হাজার টাকা মুল্যের ১লক্ষ, ৮৯ হাজার, ১৫০পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত অভিযানে মাদক বিক্রির নগদ ১ হাজার,৭শত টাকা জব্দ করা হয়। পাশাপাশি মাদক কারবারে জড়িত ৬ জন অপরাধীকেও আটক করা হয়। এর মধ্যে এক রোহিঙ্গা যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

তিনি আরো জানান, চল যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী র‌্যাব সদস্যরা মাদক বিরোধী সাঁড়াশী অভিযান শুরু করে। পাশাপাশি র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজে বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন,জঙ্গী দমন ও বিভিন্ন অপরাধ কর্মকান্ডে লিপ্ত সন্ত্রাসীদের নির্মুল করার জন্য পালন করে যাচ্ছে অগ্রনী ভূমিকা।

আরও খবর