ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে বন্দুকধারীদের গুলি, নিহত ২৩

ডেস্ক রিপোর্ট ◑ ইরাকের রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভে অজ্ঞাত ব্যক্তিদের গুলি ও ছুরিকাঘাতে অন্তত ২৩ জন নিহত ও আহত হয়েছেন শতাধিক। শুক্রবার রাতে বিক্ষোভের মধ্যে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে। খবর আল জাজিরা’র

শুক্রবার রাতে বিক্ষোভের কেন্দ্রস্থল তাহরির স্কয়ার ও খিলানি স্কয়ারে হাজার হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন। এর কাছেই তিনটি ব্রিজের কাছেও অনেক বিক্ষোভকারী জড়ো হন। গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা একটি পিক আপ ট্রাকে এসে হামলা চালায়। তারা একসঙ্গে গুলি ও ছুরিকাঘাত করে। তারা বিক্ষোভকারীদের সেখান থেকে চলে যেতে বাধ্য করে। সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এটাই সবচেয়ে বড়ো ধরনের সহিংসতা।

পুলিশ ও চিকিত্সকরা জানিয়েছেন, হামলায় শনিবার নিহতের সংখ্যা ২৩ এবং আহতের সংখ্যা ১৩০ জনে দাঁড়িয়েছে।

আরও খবর