উখিয়া প্রতিনিধি ◑
উখিয়া উপজেলার পূর্ব ভালুকিয়া গ্রামে প্রতিপক্ষের চুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম এনামুল হক (২০)। সে পূর্ব ভালুকিয়া গ্রামের বাদশা মিয়ার পুত্র।
জানা গেছে,গত বৃহস্পতিবার চলার পথে গরু বাধাকে কেন্দ্র করে নিহত যুবকের পরিবারের সাথে পাশ্ববর্তী শাহজাহানের পরিবারের তর্কবিতর্ক হয়। এরই জের ধরে শনিবার সন্ধ্যা ৭ টার দিকে শাহজাহানের নেতৃত্বে তার ছেলে রেজাউল,বাবুল,অলি উল্লাহ সহ অন্যান্যরা বাজার থেকে ফেরার পথে এনামুলের উপর হামলা চালায়। এক পর্যায়ে শাহাজাহানের ছেলে রেজাউল এনামুলকে চুরিকাঘাত করলে এনামুল মাঠিতে লুটিয়ে পড়ে। পরিবর্তেতে সংজ্ঞাহীন অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার এনামুলকে মৃত ঘোষনা করেন। নিহত এনামুল রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর চাচাতো ভাইয়ের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন,তুচ্ছ একটি ঘটনা নিয়ে এরকম মর্মান্তিক মৃত্যু কাম্য নয়।
নিহতের চাচা মনজুর আলম বলেন,শাহাজাহান, অলি উল্লাহ, রেজাউল ও বাবুল মিলে আমার ভাতিজা এনামুলকে হত্যা করেছে। তিনি খুনিদের কঠোর শাস্তি দাবী করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন,লাশটি এখনো হাসপাতালে রয়েছে, ময়না তদন্তের জন্য কক্সবাজার প্রেরণের প্রস্তুতি চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-