মেরিন ড্রাইভে ইয়াবাসহ রুবি ও শরিফুল আটক

উখিয়া প্রতিনিধি ◑

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা ৭ ডিসেম্বর বিকেলে কক্সবাজারগামী একটি যাত্রীবাহি সিএনজি তল্লাশি চালিয়ে ২৪ লাখ টাকা মূল্যের ৮৮০০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন উখিয়ার পালংখালী বাদিতলা এলাকার নুরুল বশরের ছেলে শরিফুল ইসলাম (২০) এবং একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী রুবি আক্তার (২৬)।

কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন (বিজিবি) সহকারি পরিচালক ইয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহি সিএনজি গাড়ী তল্লাশি করে এসব ইয়াবাসহ ২জনকে আটক করা হয়।

তিনি আরো জানায়, আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ইয়াবা পাচারের সাথে জয়নব বেগম (২৮) নামের আরো একজন মহিলা ইয়াবা পাচারে জড়িত। উক্ত মহিলাকে তার বাড়ীতে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয় বিজিবি। ইয়াবাসহ সকল আসামীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর