মোবাইলে কথা বলার সময় ঢলে পড়লেন মৃত্যুর কোলে

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ◑

মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি ফেরা হল না চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের আলহাজ্ব মিজানুর রহমানের। পথিমধ্যে মাটিতে ঢলে পড়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজেউন)।

বৃহষ্পতিবার (৫ ডিসেম্বর/১৯) দুপুর ১২ টার সময় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ৪০ বছর। মিজানুর রহমান ছিলেন খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ৯৪তম ব্যাচের ছাত্র। তিনি ওই ইউনিয়নের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক আবদুস শুক্কুরের পুত্র।

খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আবদুল আউয়াল তার মৃত্যুর খবর সত্যতা জানান। তিনি বলেন, কক্সবাজার শহর থেকে এসে মিজান বাড়ি ফিরছিলেন। খুটাখালী থেকে হাজীপাড়া স্টেশনে সিএনজি থেকে নেমে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি যাওয়ার পথে তিনি মাটিতে ঢলে পড়ে। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হঠাৎ ষ্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করেন এলাকার লোকজন।

কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মাঠে একইদিন এশার নামাজের পর মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও খবর