কক্সবাজারে চুরিকৃত টমটমসহ সিন্ডিকেটের হোতা সোহাগ আটক

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑

 
কক্সবাজার শহরে চুরি হওয়ার ১৩ দিন পরে চুরিকৃত টমটমসহ চোর সিন্ডিকেটের হোতা সোহাগকে আটক করেছে পুলিশ। আটক সোহাগ বাসটার্মিনাল বিছমিল্লাহ মটরসের স্বত্বাধিকারী মো. আলীর ছোট ভাই এবং বিডিআর ক্যাম্পে অবস্থিত একটি ওয়ার্কশপের স্বত্বাধিকারী। অভিযোগের ভিত্তিতে সদর মডেল থানার এএসআই দীন মোহাম্মদ ও মো.কামাল হোসেন-২ এর নেতৃত্বে একদল পুলিশ ৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫ টার দিকে বিডিআর ক্যাম্প ওয়ার্কশপের দোকান থেকে চুরিকৃত টমটমসহ তাকে আটক করা হয়।

টমটমের মালিক আব্দুল মালেক বলেন, গত ২০ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা গেইট, শারমিন হোটেলের রাস্তার পাশের্^ পার্কিং অবস্থায় থাকা থেকে টমটমটি চুরি হয়েছে। চুরিকৃত ওই টমটম গাড়ির চেসিস নং- ১০০৩০১৬০, লাইসেন্সে নং-কক্স-পৌর-৭৮। ওই টমটমটি শহরের অনেক জায়গায় খোঁজাখুজির পরে অবশেষে বিডিআর ক্যাম্প বাজারের স্টেশনে অবস্থিত সোহাগ এর ওয়ার্কশপে খন্ড-খন্ড করে রাখা অবস্থায় দেখছি। পরে কক্সবাজার সদর মডেল থানাকে অবগত করি।

প্রাপ্ত তথ্যে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় টমটম চোরদের একটি সিন্ডিকেট রয়েছে। সোহাগ ওই চোর সিন্ডিকেটের মূল হোতা। ওই ওয়ার্কশপে দীর্ঘদিন ধরে চুরি হওয়া টমটম কাটতে ও মেরামত করে সে। তার সাথে চোরদের আতাত রয়েছে। চুরিকৃত টমটমসহ বিভিন্ন গাড়ি সে যাচাই-বাচাই না করে স্বল্পদামে ক্রয় করে খন্ড-খন্ড করে তৈরী করে। পরে নতুনভাবে রঙ্গিন করে ওই গাড়ি বেশি দামে বিক্রি করছে দীর্ঘদিন যাবত।

কক্সবাজার সদর মডেল থানার এএসআই দীন মোহাম্মদ জানান, টমটমের মালিক আব্দুল মালেকের অভিযোগের ভিত্তিতে সোহাগকে আটক করা হয়েছে। সাথে তার ওয়ার্কশপে থাকা চুরি হওয়া টমটমটিও পাওয়া গেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রক্রিয়া চলছে।

আরও খবর