মুফিজুর রহমান,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) ◑
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল আসাদুজ্জামান খাঁন বলেন- শান্তি চুক্তির ফলে পাহাড়ে এখন শান্তির সু-বাতাস বইছে। সামরিক প্রদক্ষেপের পাশাপাশি সরকার পাহাড়ী জনগনকে শান্ত করার লক্ষ্যে ব্যাপক ভাবে অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম শুরু করেছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২২তম বর্ষপূর্তি উৎযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন- শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সারাবিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত হিসাবে এ চুক্তি তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই স্বাক্ষরিত হয়। শান্তিচুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতায় গঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১১ বিজিবি’র সহকারি পরিচালক (এ.ডি) জামাল হোসেন।
এছাড়া আলোচনা সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন মৌজা হেডম্যানগন উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-