টেকনাফে ফুটপাত দখলমুক্ত করলেন প্রশাসন

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে দুটি বিদ্যালয়ের সামনে সড়কের ফুটপাতের জায়গা দখলমুক্ত করলেন উপজেলার প্রশাসন।এসময় ১৫টি ব্যবসা প্রতিষ্টানের সামনে দখলে থাকা ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং স্ব স্ব ব্যবসা প্রতিষ্টানের মালিকদের সতর্ক করা হয়। বিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পৌরসভার সৈকত সড়কের টেকনাফ মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়েছে।এ অভিযানের নেত্বতে ছিলেন-উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আবুল মনসুর। সঙ্গে ছিলেন থানা পুলিশের উপপরিদশক(এসআই)জামশেদুর রহমান। এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আবুল মনসুর।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের সংযোগ সৈকত সড়ক এটি। টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট থেকে সৈকত পয়ন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার লম্বা এ সড়কটি। সড়কের ফুটপাতের কিছু অংশ স্থানীয় ব্যবসায়ীদের দখলে থাবায় প্রতিদিন টেকনাফ মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যানজট লেগে যায় সড়কটিতে।এতে যাত্রী ও শিক্ষার্থীদের যাতায়াতের সুব্যবস্থার জন্য এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আবুল মনসুর বলেন,শিক্ষার্থীসহ জনগণের স্বার্থে দুটি বিদ্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়েছে।সড়কের ফুটপাত অবৈধ ভাবে দখল করে থাকা ১৫টি ব্যবসায় প্রতিষ্টানে ছাঁটায় উচ্ছেদ করা হয়। মানুষের চলাফিরায় বাধাগ্রস্থকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার সকলকে সতর্ক করা হয়েছে। আগামীতে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর