ডিসি কলেজে ডিসি সেশনে ক্লাস নিলেন ডিসি কামাল হোসেন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ◑

সপ্তাহের প্রতি শনিবারে কক্সবাজার ডিসি কলেজে সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয়। সাপ্তাহিক পরীক্ষা শেষ হাওয়ার পর পরই কক্সবাজার জেলা প্রশাসন ও বিভিন্ন দায়িত্বশীল বিভাগের উর্ধ্বতন কর্মকতারা শনিবারে একটি ক্লাস নিয়ে থাকেন। এই ক্লাসটি “ডিসি সেশন” নামে নামকরণ আছে। এই ক্লাসটিতে নীতি নৈতিকতা, আদর্শ ও চলমান বিষয়াদি নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। কক্সবাজার ডিসি কলেজে সেই ডিসি সেশনের শনিবার ৩০ নভেম্বর ক্লাসটি নিয়েছেন কক্সবাজারের ডিসি মোঃ কামাল হোসেন।

ক্লাসে লেকচার দেওয়ার সময় ডিসি মোঃ কামাল হোসেন ছাত্রদের উদ্দেশ্যে বলেন, বিশ্বায়নের এ যুগে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজেদের গড়ে তুলতে এখনই প্রকৃত সময়। তাই সময়ের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহুর্ত কাজে লাগাতে হবে। সময়কে সময়মতো যাঁরা কাজে লাগাবে তাঁরই প্রকৃত মানুষ হিসাবে প্রতিযোগিতায় টিকে থাকবে। সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

ডিসি সেশনে ক্লাস নেওয়ার সময় কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন। এরআগে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কলেজ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে অবহিত হন।

আরও খবর