নিজস্ব প্রতিবেদক ◑
বাঁশখালী উপজেলার কালীপুরে পারভিন আক্তার (৩৫) নামের কথিত এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার(২৮ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম বাদশা মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে পারভিনকে আটক করা হয়। আটককৃত মহিলা টেকনাফ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার মরহুম নুর কামালের স্ত্রী। অভিযানে তার কাছ থেকে বিক্রির জন্য আনা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, টেকনাফের ইয়াবা ব্যবসায়ী পারভিন আক্তার দীর্ঘদিন থেকে বাঁশখালী সড়ক ব্যবহার করে এ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আজ গোপন সংবাদে তাকে গ্রেপ্তার করা হয়। তার সাথে জড়িত ব্যক্তিদের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-