মন্ত্রী পরিষদ সচিব ও বিমানবাহিনী প্রধান কক্সবাজারে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ◑

মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত কক্সবাজার এসেছেন।

বৃহস্পতিবার ২৯ নভেম্বর সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার যোগে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সহ উর্ধ্বতন কর্মকতারা তাঁদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।

এর আগে কক্সবাজারে পূর্ব নির্ধারিত কয়েকটি প্রোগ্রামে অংশ নেয়ার জন্য বুধবার ২৮ নভেম্বর রাতেই চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান কক্সবাজার আসেন।

প্রসঙ্গত, নতুন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কেবিনেট সচিব হিসাবে দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম কক্সবাজার সফরে আসেন।

আরও খবর