চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী কিরিচ বাবুল গ্রেফতার

চট্টগ্রাম ◑ চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দিদারুল হক কাজেমী ওরফে কিরিচ বাবুলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতার দিদারুল হক বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার এমদাদুল হক কাজেমীর ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আসিফ মহিউদ্দীন (ডিবি-দক্ষিণ) জানান, শীর্ষ সন্ত্রাসী কিরিচ বাবুলের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ৩৫টি মামলা রয়েছে। তার ছেলেরা ওই এলাকায় একটি টর্চার সেল খুলে মানুষকে নির্যাতন করতো। লোকজনকে আটকে রেখে চাঁদাবাজিসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো। কিছুদিন আগে তার এক ছেলেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধেও ভূমি দস্যুতাসহ নানা অভিযোগ রয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, একটি কার্তুজ, একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর