মানবিক কাজে সম্মাননা পেলেন ‘কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’

প্রেস বিজ্ঞপ্তি :
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘টেরীবাজার ব্লাড ব্যাংক’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মানবিক সম্মাননা পেয়েছেন দক্ষিণ চট্রগ্রামের বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব -CBDC ।

শুক্রবার (২২ নভেম্বর ) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এই সম্মাননা দেয়া হয়।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- মানবতার এই মন্ত্রে মানবতার খাতিরে স্বেচ্ছায় রক্তদানসহ অসহায়, দুস্থ মানুষের সেবা করার জন্য মানবিক কাজে বিশেষ অবদান রাখায় কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’কে এ সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যবৃন্দরা কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’র সদস্যদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন।

আরও খবর