রাত পোহালেই কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক •
প্রচার প্রচারণার দিক দিয়ে বিগত দিনের জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় পরিষদের সব নির্বাচনকে এক প্রকার হার মানানো উখিয়া উপজেলার জনবহুল ও বানিজ্যিক ষ্টেশন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন আজ শনিবার।
শেষ মুহুর্তে ভোটারদের মন জয় করার জন্য গণসংযোগ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনায় নির্ঘুম রজনী পার করছে প্রার্থীরা। কোটবাজারের প্রতিটি অলিগলিতে ছেয়ে গেছে ব্যানার পোষ্টার ও পেস্টুন।
এদিকে দীর্ঘদিন পর জাঁকজমকপূর্ণ নির্বাচনে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে ২৮৫ জন ভোটার। কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর এটি ৩য় তম নির্বাচন।
বিগত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীর সংখ্যা বেশী হওয়ায় প্রচার প্রচারণার কমতি নেই প্রার্থীদের মাঝে। সবার একটাই লক্ষ্য সাধারণ ভোটারদের মন জয় করে কাঙ্খিত ভোটটি আদায় করে জয়ের লক্ষ্যে পৌঁছা।
এ নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীর সংখ্যা ২৫ হলেও পরিচালক পদে একজন প্রার্থী নির্বাচন না করায় ২৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
তৎমধ্যে সভাপতি পদে ৩ জন আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগর,মোঃ ফরিদ উদ্দিন সওদাগর,ও দেলোয়ার হোসেন সওদাগর, সহ সভাপতি পদে ২ জন বাবু চিত্তরঞ্জন ঘোষ, খোরশেদ আলম বাবুল। সাধারণ সম্পাদক পদে ৩ জন, বাবু বিজন বড়ুয়া,জসিম উদ্দিন ও আবদুর রহমান সওদাগর, কোষাধ্যক্ষ পদে ২ জন মোহাম্মদ হোসেন ও আরিফুর রহমান।

আরও খবর