টেকনাফ প্রতিনিধি •
টেকনাফে সাড়ে আট হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার হোয়াইক্যং বাজারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উখিয়া বালুখালী ১০ নম্বর ক্যাম্পের বল্ক জি-৮ এর বাসিন্দা জাগির আহাম্মদের ছেলে খায়রুল আমিন ও একই ক্যাম্পের ব্লক সি ১১ এর বাসিন্দা সোনালীর ছেলে কনি মুল্লাহ।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, হোয়াইক্যং বাজার সংলগ্ন সড়কের ওপর মাদক কেনাবেচার উদ্দেশ্যে ব্যবসায়ীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
তিনি আরো জানান, এ সময় তাদের হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে আট হাজার ৪৯৩ ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৪২ লাখ ৪৬ হাজার ৫শ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের পর আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-