প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

 

গত ৬ নভেম্বর দৈনিক আজকের কক্সবাজার পত্রিকায় ‘অধরা ভিআইপি মোবাইল চোর সিন্ডিকেট’ প্রকাশিত সংবাদের একাংশ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমি। সংবাদের একটি অংশে আমাকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করছে একটি চক্র।

প্রকাশিত সংবাদে বাংলাবাজার এলাকার আমান উল্লাহ’র ছেলে জাহাঙ্গীরের নাম জড়িয়ে দেয়ায় সত্যিই বিস্মিত ও মর্মাহত। সংবাদে নাম জড়িয়ে প্রকাশিত অংশটুকু সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রনোদিত ও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাত্র।

জাহাঙ্গীর বলেন, আমি কোন সময়ের জন্য মোবাইল চোর ছিলাম না। হয়ত একটি চক্র আমাকে গায়েল করার জন্য এমন অপপ্রচার চালাচ্ছে। আমার নামে কোন মামলাও নেই। হয়ত আমাকে ফাসানোর জন্য কেউ ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলায় ঢুকিয়ে দিয়েছে। আমি ব্যবসা করে সংসার চালায়। এতে আমি কারো ক্ষতি করিনি। সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। এসব অপরাধ মূলক কর্মকান্ডে আমি কোনভাবে জড়িত নয়। কিন্তু একটি পত্রিকা অতিরঞ্জিত করে সংবাদ প্রকাশ করেছে।

আমি দৃঢ়ভাবে বলতে চাই যে, প্রকৃত পক্ষে আমার পারিবারিক, সামাজিক ও ব্যবসায়িকভাবে মানসম্মান ক্ষুণ করতে একটি চক্র এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়িয়ে মূল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে মূল ষড়যন্ত্রকারীকে আড়াল করার অপচেষ্টা করা হচ্ছে বলে মনে করছি। এবিষয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ কাউকে এমন সাজানো অপপ্রচার নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী…
জাহাঙ্গীর
পিতা- আমান উল্লাহ, বাংলাবাজার, কক্সবাজার

আরও খবর