পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি •
কক্সবাজারের পেকুয়ায় বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত ডাকাত আলম নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় টইটং ইউপির গুদিকাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ১২টি দেশীয় বন্দুক ও ২৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।
নিহত মোহাম্মদ আলম রাজাখালী ইউপির বদিউদ্দিনপাড়ার আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন আইনে সাতটি মামলা রয়েছে।
পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, ভোরে গুদিকাটায় দুই ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং পালিয়ে যায়। পুলিশও আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
অভিযানে সহকারী এসপি (চকরিয়া সার্কেল) কাজী মতিউর ইসলাম, পেকুয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান, এএসআই মেজবাহ উদ্দিনসহ পাঁচ পুলিশ আহত হন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-