কক্সবাজারে র‍্যাবের অভিযানে বিদেশী মদসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজার জেলার সদর উপজেলার লিংকরোড এলাকা থেকে সোমবার (১৮ নবেম্বর) আনুমানিক বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশীয় ৪৯ টি মদের বোতল সহ অংলা মং (২৩)কে আটক করেছে কক্সবাজারে নবগঠিত র‍্যাব(১৫)।

আটক কৃত অংলা মং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৯ ওয়ার্ডের বড়ইতলী এলাকার মং কিউ জাইং এর ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, কক্সবাজারের লিংকরোড এলাকায় মাদকদ্রব্য বিদেশী মদ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কহিত মাদক ব্যবসায়ী অংলা মং অবস্থান করতেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে নবগঠিত র‍্যাব ১৫ এর একটি দল অভিযান চালিয়ে অংলা মং কে আটক করে এবং তার সাথে থাকা ব্স্তা তল্লাশী চালিয়ে ৪৯ টি বিদেশী মাদকদ্রব্য মদের বোতল উদ্ধার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর