নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৭ নভেম্বর সকাল ৮টা হতে ১৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৬২(১১)১৯ ইং ধারাঃ- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)
১। মোঃ লালু মিয়া,পিতা- মৃত নজির হোসেন, সাং-কুতুপালং, ক্যাম্প ব্ল্যাক ৩/১১(এ) ইলিয়াছ মাঝি, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার।
২। মোঃ দেলেয়ার হোসেন, পিতা- মনু মিয়া, সাং-মাতার বাড়ী, মন্তুরের বাড়ী, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৬৩(১১)১৯ ইং ধারাঃ- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)
৩। এস এম জাকির হোসেন প্রঃ জাকির, পিতা- হাজী গোলাম মাজেদ, সাং- ভাভলপুর, কমড়া, বাজার, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ।
কক্সবাজার সদর মডেল থানার নন এফআই আর নং- ৪৫৩(১১)১৯, ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৪। আইয়ুব খান, পিতা- নুরুসালাম, সাং- লাইটহাউস পাড়া, ১২নং ওয়ার্ড থানা ও জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। শাহাদাত হেসেন তোফাইল, পিতা- মোঃ হোছন, সাং- ভুতিয়াপাড়া, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
২। আব্দুর রহিম, পিতা- আব্দুল আজিজ মোল্লা, সাং- আজিজিয়া হোটেল, ঝাউতলা, প্রধান সড়ক, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
৩। মোঃ আঃ রহিম, পিতা- দেলোয়ার হোসেন, সাং- দক্ষিন কুতুবদিয়া, পাড়া, কক্সবাজার সদর, কক্সবাজার।
৪। কুলসুমা আক্তার, স্বামী- দেলোয়ার হোসেন, সাং- উত্তর বাহারছড়া, খুশি ভবনের সামনের বাড়ী, নিরিবিলি, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-