মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছৈয়দ নুর (৬০) উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা মৃত আবদুন্নবীর পুত্র।
বাইশারী তদন্ত কেন্দ্রের এএসআই রুবেল ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২ টার দিকে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে লম্বাবিল এলাকা থেকে ছৈয়দ নুরকে গ্রেপ্তার করা হয়।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ লিয়াকত আলী জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম যুগ্ন দায়রা জজ আদালতে মামলা রয়েছে। দীর্ঘ দিন যাবৎ পালিয়ে থাকায় সম্প্রতি তাকে আদালত ২ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ ৬ লাখ টাকা জরিমানা করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-