গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণে পাঁচ কৌশল


আতঙ্কিত না হয়ে গ্যাস সিলিন্ডারের আগুন লাগলে ৫টি কৌশল অবলম্বন করে সহজেই তা নিয়ন্ত্রণ সম্ভব বলে জানিয়েছেন উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

ফায়ার সার্ভিসের সচেতনতামূলক একটি মহড়ায় এসব তথ্য জানান তিনি।

শফিকুল ইসলাম বলেন, গ্যাস সিলিন্ডারের আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সবার যে পাঁচটি কৌশল হচ্ছে- হাতের আঙ্গুলের চাপা পদ্ধতি, ভেজা কাঁথা দিয়ে চাপা পদ্ধতি, বালতি দিয়ে চাপা দেয়া, ভেজা বস্তা দিয়ে চাপা দেয়া ও ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার।

তিনি বলেন, বাড়িতে রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় গ্যাস সিলিন্ডার, যা এখন এক আতঙ্কের বিষয়। আগুন লেগে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ পর্যন্ত ঘটে। সম্প্রতি এমন দুর্ঘটনায় প্রাণহানির পরিমাণও কম নয়।