হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে ভিডিও আসলেই হ্যাক হওয়ার আশঙ্কা!


আমরা অনেকেই বার্তা আদান-প্রদানে নিরাপদ মাধ্যম মনে করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। কিন্তু হোয়াটসঅ্যাপেও রয়েছে তথ্য বেহাত হওয়ার আশঙ্কা। অজানা নম্বর থেকে আসা কোনো ভিডিও থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কেউ হ্যাক হতে পারে, সেখান থেকে আপনার গোপন তথ্য চলে যেতে পারে অন্যের হাতে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, যদি কোনো অজানা নম্বর থেকে ভিডিও আসে বিশেষ করে এমপি ফোর ফরম্যাটের ভিডিও আসে তাহলে অবশ্যই সাবধান হতে হবে। হ্যাকাররা এমপি ফোর ভিডিও ফাইলের মাধ্যমে ফাঁদ পেতে আপনার ফোনের গোপন তথ্য হাতিয়ে নিতে পারে।

ভারতে এ ঘটনা অনেক ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)। তারা এজন্য সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছে।

সম্প্রতি ইসরায়েলের স্পাইওয়্যার প্রস্তুতকারক সংস্থা ‘এনএসও’ গ্রুপের বিরুদ্ধেও প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্পাইওয়্যার চালানের অভিযোগ উঠেছে।

আরও খবর