চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত সাতজনের একজন উখিয়ার নুরুল ইসলাম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা ব্রীক ফিল্ড রোড এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণে নিহত ৭ জনের মধ্যে একজন উখিয়া উপজেলার নুরুল ইসলাম (৩১)। নিহত নুরুল ইসলাম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুতুরবিল গ্রামের আবদুল হামিদের পুত্র। নিহত নুরুল ইসলাম দালান পেইন্ট ঠিকাদার বলে জানা গেছে। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন মহিলা একজন শিশু।

রবিবার ১৭ নভেম্বর সকাল ৯টার দিকে পাথরঘাটার বড়ুয়া ভবনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থেকে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, বড়ুয়া ভবনের সামনে গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১৪ জনকে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে সাত জন মারা গেছেন বলে জেনেছি। বিস্ফোরণের কারণে একটি দেয়াল ধসে পড়েছে। আমরা সেটি অপসরণ করে আর কেউ হতাহত আছে কিনা দেখছি। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা বলেন, পাথরঘাটা গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সাত জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। অন্যদের ক্যাজুয়াল্টি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

আরও খবর