পুলিশের সঙ্গে মাদক কারবারির সহযোগীদের ‘ধস্তাধস্তি’, অতঃপর..

ডেস্ক রিপোর্ট • গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আলোচিত মাদক কারবারি রছুল মিয়াকে (৩৫) আটকের সময় পুলিশের সঙ্গে তার নারী সহযোগীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আর এই সুযোগে রছুল মিয়া পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রছুল মিয়া ওই গ্রামের সাদা মিয়ার ছেলে। রছুল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের সময় সাদুল্লাপুর থানার দুই পুলিশ সদস্য সাদা পোশাকে মাদক ক্রেতা সেজে রছুল মিয়ার বাড়িতে যান এবং রছুল মিয়া মাদক বিক্রির জন্য পুলিশের হাতে ৬শ পিস ইয়াবা তুলে দেন। এ সময় রছুল মিয়াকে আটক করে পুলিশ। তবে রছুল মিয়ার দুই নারী সহযোগীসহ আরও কয়েকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এই সুযোগে রছুল মিয়া পুলিশের হাত থেকে পালিয়ে যান।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মূলত পুলিশের উপস্থিতি টের পেয়ে রছুল মিয়া পালিয়ে গেছেন। তবে কোনো ধরনের ধস্তাধস্তির ঘটনা ঘটেনি।

আরও খবর