টেকনাফ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিনে দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

তথ্য সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর ভোররাত রাত ২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ সিজি স্টেশনের একটি বিশেষ টহল দল ছেড়াঁদ্বীপ এলাকায় একটি অভিযান অভিযান পরিচালনা করে একটি শপিং ব্যাগে লুকিয়ে রাখ্ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় এই ইয়াবা গুলোর সাথে জড়িত হ্নীলা ইউনিয়ন দমদমিয়া এলাকার মৃত কাছিমের পুত্র মাদক ব্যবসায়ী হামিদ হোসেন(৩০) কে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।

সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার জানান,আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, মাদক পাচার প্রতিরোধে কোস্টগার্ড সদস্যদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর