কক্সবাজারে পুলিশের অভিযানে আটক ১২

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১২ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৪ নভেম্বর সকাল ৮টা হতে ১৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —

কক্সবাজার সদর মডেল থানার ননএফআইআর নং-৪৪৮, তাং- ১৫/১১/১৯খ্রিঃ ধারাঃ- ২৯০ পেনাল কোড।

১। মোঃ নাছির, পিতা- মমতাজ মিয়া, সাং- পাহাড়তলী, থানা ও জেলা- কক্সবাজার।

২। বৃষ্টি আক্তার, পিতা- ছেতু মিয়া, সাং-সাহেব নগন, থানা- বাজারপুর, বিঃ বাড়ীয়া।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৪৬(১০)১৯ ইং ধারাঃ- ৩৯৯/৪০২ দঃ বিঃ।

৩। মোঃ এনামুল হাসান প্রঃ নয়ন, পিতা- মোঃ শফি, সাং- পশ্চিম লার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৩০(০৯)১৯ ইং ধারাঃ- ৩৯৯/৪০২ দঃ বিঃ।

৪। সরওয়ার কামাল, পিতা- মৃত নুর মোহাম্মদ, সাং- পশ্চিম রঙ্গীখালী, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৫০(১১)১৯ ইং ধারাঃ- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ ৩৬(১) এর ১০(ক)

৫। মোঃ জিয়া উদ্দিন, পিতা- মোস্তাক আহমদ, সাং- মধ্যম বাহারছড়া, থানা ও জেলা- কক্সবাজার।

৬। ছৈয়দ নুর, পিতা- মৃত ইয়াকুব আলী, সাং- মাইজ পাড়া চৌফলদন্ডী, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৪৯(১১)১৯ ইং ধারাঃ- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ ৩৬(১) এর ১০(ক)

৭। মোস্তাফা কামাল, পিতা- জহির আহমদ, সাং- দক্ষিণ পাহাড়তলী, বাদশা, থানা ও জেলা- কক্সবাজার।

পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। একরাম, পিতা- আবুল কালাম, সাং- দক্ষিণ মাইজ পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

২। ছাবের আহমদ, পিতা-মৃত আকবর আহমদ, সাং- মধ্যম মাইজ পাড়া, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।

৩। রুবেল, পিতা- মমতাজ আহমেদ, সাং- পশ্চিম পালাকাটা, জালালাবাদ, থানা ও জেলা- কক্সবাজার।

৪। মোস্তাক আহমেদ, পিতা- মমতাজ আহমেদ, সাং- পশ্চিম পালাকাটা, জালালাবাদ, থানা ও জেলা- কক্সবাজার।

৫। নজরুল ইসলাম, পিতা- নুরুল আলম, সাং- করিম সিকদার পাড়া, ভারুয়াখালী, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর