চট্টগ্রাম : বিউটি পার্লারে কাজ দেওয়ার কথা বলে সন্তানসহ এক নারীকে বাসায় আটকে রেখে যৌনকর্মে বাধ্য করার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ।
শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের খুলশী থানার আল ফালাহ গলির একটি ভবন থেকে সন্তানসহ ওই নারীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় চারজনকে। গ্রেফতার চারজন হলেন- খালেদা মোস্তারী ওরফে সুমা, তার মেয়ে তাসমিয়া বিনতে জয়নাল, দিদারুল আলম ও খায়রুল আনোয়ার।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রনব চৌধুরী জানান, গত ১০ সেপ্টেম্বর প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন বছর বয়সী সন্তানকে নিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাড়ি থেকে বের হন ওই নারী। গৌরিপুর বাসস্ট্যান্ডে খালেদার সঙ্গে তার দেখা ও কথাবার্তা হয়। ঘটনা জেনে খালেদা তাকে বিউটি পার্লারে কাজ দেওয়ার কথা বলে চট্টগ্রামে আল ফালাহ গলির বনানী বিল্ডিংয়ের তৃতীয় তলার ফ্ল্যাটে আটকে রাখে।
অপর তিন আসামি মিলে তারা বিভিন্নজনের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হতে তাকে বাধ্য করত। ওই নারী সুযোগ পেয়ে কৌশলে টেলিফোনে বিষয়টি তার এক ভাইকে জানালে তিনি পুলিশকে বিষয়টি জানান। পরে তাকে নিয়ে ওই বাসায় অভিযান চালিয়ে সন্তানসহ ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়। চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর দায়ের করা মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-