কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক •


উখিয়ার কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ এম বাদশা মিয়া চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও তরুন যুবনেতা হেলাল উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন, প্রাথমিকের ধাপই শেষ নয়। এটি পড়ালেখার শুরু মাত্র। এই পরীক্ষায় ভালো করে আগামীতে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অভিভাবক আবদুল মজিদ, এনজিও কর্মকর্তা শফিকুল ইসলাম, শিক্ষক সুজন বড়ুয়া, শামসুল আলম, হারুনুর রশিদ সহ অন্যান্যরা।

পরে দোয়া মাহফিল পরিচালনা করেন কুতুপালং বাজার মসজিদের খতীব হাফেজ আবদুল্লাহ আল মামুন। পরে সকল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

আরও খবর